ফের কর্মী ছাটাই এর পথে হাটল ফেসবুক এর পেরেন্ট সংস্থা মেটা
ব্লুমবার্গের সদ্য প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ফেসবুক প্রায় ১০ হাজার কর্মী ছাটাই এর পথে হাটছে। ফেসবুক একটি জায়ান্ট সংস্থা এবং লাখের অধিক কর্মী কাজ করে এই সংস্থাটিতে । কিন্তু ইদানীং একটি বিষয় লক্ষণীয় যে ফেসবুক প্রায় ই তাদের মূল কার্যক্রম অনেকটাই আর্টিফিশিয়াল ইন্টিলিজিন্সের উপর নির্ভর করে পরিচালনা করে যাচ্ছে এবং মনুষ্য কর্মী ছাটাই করছে হরহামেশাই।