You are currently viewing রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এর সময় বাড়াল কেন্দ্র | Aadhaar Link to Ration Card Date Extended 2022

রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক এর সময় বাড়াল কেন্দ্র | Aadhaar Link to Ration Card Date Extended 2022

  • Post author:

নিজস্ব প্রতিবেদন : গত মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার নিধারিত সময় থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে । গত বছর নিধারিত সময় অনুযায়ী সময় ছিল ৩১ মার্চ পর্যন্ত । এইবার কেন্দ্রের তরফ থেকে সরাসরি বিজ্ঞপ্তি জারী করে জানানো হয়েছে ৩০ জুন পর্যন্ত সবাই রেশন কার্ডের সাথে নিজের আধার লিঙ্ক (Aadhaar Link to Ration Card Date Extended ) করতে পারবে ।

রাজের নাম প্রশ্চিম বাংলা
শেষ তারিখ ৩০ জুন ২০২২
অফিসিয়াল সাইট https://wbpds.wb.gov.in/
Aadhaar Link to Ration Card Date Extended 2022

কিভাবে আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে হবে ? | Aadhaar Link to Ration Card Date Extended 2022

বাংলাতে এই রেশন কার্ডের সাথে আধার লিঙ্কের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে । এখন রাজের সকল রেশন দোকান গুলিতে বায়োমেট্রিক  এর মাধ্যমে রেশন তুলতে হয় । মুলত এই বায়োমেট্রিক  এর মাধ্যমে রেশন তলার বিষয় টি নিয়ে আসার কারণ ছিল যাতে সকলে নিজের নিজের রেশন তুলতে পারে এবং পণ্য চুরি না হয় গ্রাহকের কাছ থেকে । এই আধার সাথে রেশন কার্ডের লিঙ্কের জন্য যে বায়োমেট্রিক  আপডেট করতে হয় তা ইতি মধ্যে দ্রুত হারে কাজ সম্পূর্ণ হতে দেখা মিলছে রাজ্যে । এই আধার সাথে রেশন কার্ডের লিঙ্ক করা হলে পরিবারের যেকোনো একজন সদস্য নিজের বায়োমেট্রিক ছাপ দিয়ে সবার রেশন খুব সহজেই তুলতে পারবে ।  অনেক সময় দেখা যাচ্ছে আধার লিঙ্ক থাকার পরেও হাতের ছাপ মিলছে না । হাতের ছাপ না মিললে গ্রাহক নিজের আধার নাম্বার অথবা আধার কার্ড দেখিয়ে সরাসরি রেশন তুলতে পারবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর ।

কিভাবে আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করবেন অনলাইনে ? How can I link my Aadhar card with ration card online ?

নিজের আধারের সাথে রেশন কার্ড অনলাইন লিঙ্ক করার বিস্তারিত দেওয়া হল –

  1. https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যান।
  2. সেখানে ‘লিংক আধার কার্ড উইথ আরসি’ বলে একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।
  3. এবার সেখানে নিজের রেশন কার্ড ক্যাটেগরি ও নম্বর দিন।
  4. এবার আপনি নিচের দু’টি কাজের মধ্যে যেটি করতে চান, সেটি সিলেক্ট করুন।
    1. আধার ও মোবাইল নম্বর আপডেট।
    2. শুধু মোবাইল নম্বর আপডেট
  5. এবার আধার অথবা মোবাইল নম্বর টাইপ করে আধার যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করে নিন।

নতুন আপডেট

মন্তব্য করুন