বাংলার আবাস যোজনা ( bangla abash jojona list 2022 ) : বাংলা আবাস যোজনা (BAY) এর মূল উদ্দেশ্য হলো যে সমস্ত দরিদ্র সেবার নিচে বসবাসকারী ব্যক্তি রয়েছেন বা যারা গৃহহীন অথবা যাদের কাঁচা বাড়ি বা মাটির বাড়িতে বসবাস করছেন তাদের একটি সরকারি অনুদানের মাধ্যমে পাকা বাড়ি ব্যবস্থা করে দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী চান রাজ্যের সকল মানুষের মাথা নিচে যেন একটি ছাদ থাকে।
প্রকল্পের নাম | বাংলা আবাস যোজনা ( BAY ) ( bangla abash jojona list 2022 ) |
রাজ্যের নাম | প্রশ্চিমবঙ্গ |
অনুদানের পরিমাণ | ১,২০,০০০ ( এক লক্ষ কুড়ি হাজার ) টাকা |
আবেদনের পধতি | অফলাইন |
বছর | ২০২২ – ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wb.gov.in/ |
রাজ্য এই প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের ( Bangla Awas Yojona List 2022 ) মধ্যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে একটি পাকা বাড়ি তৈরি করে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। যে সমস্ত ব্যক্তিরা এই বাংলা আবাস যোজনা ( bangla abash jojona list 2022 ) প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য নির্বাচিত হবেন তারা মূলত তিনটি কিস্তিতে ১,২০,০০/- ( এক লক্ষ কুড়ি হাজার ) টাকা সরকারি অনুদান পাবেন পাকা বাড়ি তৈরির জন্য । রাজ্য সরকার প্রথম কিস্তিতে ৪৫,০০০/- ( পঁয়তাল্লিশ হাজার ) টাকা পাবেন । প্রথম কিস্তির এই টাকা দিয়ে জানালা পর্যন্ত পাকা বাড়ি নির্মাণ করতে হবে । দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০/- ( পঁয়তাল্লিশ হাজার ) টাকা পাবেন এবং এই টাকা দিয়ে বাড়ির লিন্টেল লেবেল পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করতে হবে।
বাংলা আবাস যোজনা ২০২২ – ২৩ লিস্ট কিভাবে দেখবেন ? .| bangla abash jojona list 2022
আপনি যদি জানতে চান বাংলা আবাস যোজনা ২০২২- ২৩ ( bangla abash jojona ) এ আপনি টাকা পাবেন কি না অথবা আপনার নাম এইবারের বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট 2022 এ নাম আছে কি না তাহলে আপনি নিচের দেওয়া স্টেপ ফলো করে খুব সহজেই জানতে পারবেন –
১. প্রথমে গুগলে সার্চ করতে হবে IPP2 List লিখে , এবং প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে ।

২. নতুন একটি পেজ ওপেন হলে সেখানে নিজের রাজ্য, জেলা, ব্লক , পঞ্চায়েত এর সঠিক তথ্য পূরণ করতে হবে এবং SUBMIT এ ক্লিক করতে হবে ।

৩. SUBMIT করার সাথে সাথে আপনার সামনে নামের লিস্ট ওপেন হয়ে যাবে । এখন সেখান থেকে নিজের নাম খুঁজতে পারেন ।

অন্য খবর পড়ুন :