সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ( CBSE ) বোর্ডের ১০ম শ্রেণীর টার্ম 1 পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার সি.বি.এস. ই ( CBSE 10th Exam Result 2022 ) জানিয়েছেন যে দশম শ্রেণীর 1টার্ম পরীক্ষার রেজাল্ট সমস্ত স্কুল গুলিতে পাঠানো হয়েছে। CBSE জানিয়েছেন শুধুমাত্র থিয়োরি পরীক্ষার নাম্বার স্কুল গুলোর কাছে পাঠানো হয়েছে। এর কারণ হিসেবে জানা গিয়েছে ইন্টার্নাল অ্যাসেসমেন্ট/ প্রাকটিক্যাল কোর্স এর নম্বর ইতিমধ্যে স্কুলের কাছে রয়েছে।
কিভাবে রেজাল্ট দেখবেন ? ( How To Access CBSE class 10 Term 1 Result ) | CBSE 10th Exam Result 2022
- CBSE বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে ।
- SMS এর মাধ্যমে ।
- ডিজি লকারের মাধ্যমে ।
- ফোনের মাধ্যমে ।
পরীক্ষার ফলাফল জানতে সকল শিক্ষার্থীকে তাদের নিজস্ব রোল নাম্বার , স্কুল নাম্বার , জন্মের তারিখ জানতে হবে। দশম শ্রেণীর টার্ম ১ এর ফলাফল প্রকাশের পর , CBSE বোর্ডের ১২ এর টার্ম ১ এর ফলাফল প্রকাশ হবে ।
অন্য খবর দেখুন :
মহিলা সমৃদ্ধি যোজনা কি ? | What is Mahila Samriddhi Yojana 2022 ?
যুবশ্রী প্রকল্প কিভাবে পাবেন ? | How to Online Apply Yuvashree Prakalpa 2022?
কেন্দ্রে union public service দপ্তরে চাকরির একটি বড় সুযোগ। UPSC recruitment 2022