You are currently viewing কেন্দ্রে union public service দপ্তরে চাকরির একটি বড় সুযোগ। UPSC recruitment 2022

কেন্দ্রে union public service দপ্তরে চাকরির একটি বড় সুযোগ। UPSC recruitment 2022

  • Post author:

নিজস্ব প্রতিবেদন : ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে সাধারণত আমরা সংক্ষেপে UPSC বলে থাকি, UPSC হল ( UPSC recruitment 2022 )ভারতের প্রধান কেন্দ্রীয় নিয়োগকারী সংস্থা। যেখানে ভারত সরকারের IFS Officer অর্থাৎ Indian forest service officer, IPS officer অর্থাৎ Indian police service officer, IAS officer অর্থাৎ Indian administrative service officer ছাড়াও আরো বহু Group-A, Group-B এর পোস্ট-এ বা বিভিন্ন ধরনের সার্ভিস-এ অফিসারদের নিয়োগ করা হয়। এবার এই UPSC সংস্থার দ্বারা এই বহু অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল (UPSC recruitment 2022)

নিয়োগ দপ্তরঅফিসিয়াল ওয়েবসাইট চাকরির নোটিশ
UPSC recruitment 2022https://www.upsconline.nic.in/DOWNLOAD NOW
Govtment job recrutment 2022 | UPSC recruitment 2022

কিভাবে UPSC সরকারি চাকরিতে আবেদন করতে কি কি লাগবে ? | How can I get job in UPSC 2022 ?

নিয়োগ পদ

  • Indian administrative service
  • Indian foreign service
  • Indian police service
  • Indian audit and accounts service Group-‘A’
  • Indian civil accounts service Group-‘A’
  • Indian corporate law service Group-‘A’
  • Indian defence accounts service Group-‘A’
  • Indian defence Estates service, Group-‘A’
  • Indian information service, junior grade Group-‘A’
  • Indian postal service, Group-‘A
  • Indian P&T accounts and finance service, Group-‘A’
  • Indian railway protection force service, Group-‘A’
  • Indian revenue service ( customs & indirect taxes) Group-‘A’
  • Indian revenue service (income Tax) Group-‘A’
  • Indian trade service, Group-‘A’ (Grade III)
  • Armed force Headquarters civil service, Group-‘B’ (section officer’s Grade)
  • Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep Daman & Diu and dadra & Nagar Haveli Civil service (DANICS),Group-‘B’
  • Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep Daman & Diu and dadra & Nagar Haveli Civil service (DANIPS),Group-‘B’
  • Pondicherry civil service (PONDICS), Group-‘B’

শূন্য পদ : সম্ভবত 861টি, যার মধ্যে 34 টি পদ সংরক্ষিত থাকবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য।

পরীক্ষা কেন্দ্র : আগরতলা,আগ্রা,আমেদাবাদ গোরখপুর,পাটনা,গুরুগ্রাম,পোর্টব্লেয়ার, কলকাতা, শিলিগুড়ি ইত্যাদি জায়গায় পরীক্ষাকেন্দ্র পড়তে পারে। এবং বলে দেওয়া যাক প্রিলিমিনারি পরীক্ষা ও মেন্স পরীক্ষার পরীক্ষা কেন্দ্র কিন্তু সম্পূর্ণ আলাদা হবে সেটির সম্পর্কে জানার জন্য নিচে দেওয়া অফিশিয়াল নোটিশে ক্লিক করে জেনে নেবেন (পরীক্ষাকেন্দ্রের পুরো লিস্ট দেখার জন্য নিচে দেওয়া অফিশিয়াল নোটিশ থেকে বিস্তারিত তথ্য পেতে পারবেন)

নিয়োগ পদ্ধতি :
প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয় যেটি হয় mcq টাইপ বা অবজেক্টিভ মূলক‌।‌‌‍‍
প্রার্থীদের দ্বিতীয় ধাপে একটি মেন্স পরীক্ষা দিতে হয় যেটি হয় সম্পূর্ণ হাতে কলমে।
এবং তৃতীয় ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয় এবং তাদের বিভিন্ন সার্ভিস এর জন্য বা পোস্টের জন্য নিয়োগ করা হয়।

শিক্ষাগত যোগ্যতা :
প্রার্থীদের ন্যূনতম যে কোন শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে।
ভারতীয় নাগরিক হতে হবে শুধুমাত্র IFS, IPS, IAS পোষ্টের জন্য।
তাছাড়া বাকি পোস্টগুলির জন্য প্রার্থীরা নেপাল, ভুটান -এর বাসিন্দা হয়ে থাকলেও এখানে আবেদন করতে পারবে।

বয়স সীমা : 21 থেকে 32 বছর বয়স হতে হবে। এবং বয়স গণনা করা হবে 1st August 2022 অনুযায়ী। তাছাড়া SC ST ও OBC ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

প্রয়াসের সংখ্যা : জেনারেল ক্যাটেগরির প্রার্থীরা সম্ভবত 6 বার এই পরীক্ষার জন্য বসতে পারবে। SC ST ক্যাটাগরির প্রার্থীরা যতবার খুশি পরীক্ষায় বসতে পারবে এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা 9 বার এই পরীক্ষার জন্য বসতে পারবে।(এর বিস্তারিত তথ্য জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ লিংকে ক্লিক করে জেনে নেবেন।)

UPSC 2022 এ আবেদন কিভাবে করবেন ? How to apply UPSC recruitment 2022 ?

আবেদনের পদ্ধতি : আবেদনটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আবেদন করার আগে নীচে দেওয়া অফিশিয়াল নোটিশ লিংকটি ক্লিক করে ডাউনলোড করে নোটিশটি আগে ভাল করে পড়ে নেবেন। তারপর আবেদন করার জন্য প্রথমে UPSC-এর অফিশিয়াল website-এ অর্থাৎ http://www.upsconline.nic.in -এ যেতে হবে। তারপর এখান থেকে ONLINE APPLICATION FOR VARIOUS EXAMINATIONS OF UPSC বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
(আপনাদের সুবিধার জন্য নিচের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক প্রদান করা হলো।)

আবেদন মূল্য : SC ST PWD ক্যাটাগরির মহিলা,পুরুষ ও যেকোনো ক্যাটাগরির মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য লাগবেনা। এছাড়া OBC ও General ক্যাটাগরির পুরুষ প্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে 100 টাকা।

আবেদনের শেষ তারিখ : 22 February 2022 সন্ধ্যা 6.00 পর্যন্ত।

পরীক্ষার সিলেবাস : পরীক্ষার সিলেবাস সম্বন্ধে বিস্তারিত তথ্য জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ লিংকে ক্লিক করবেন এবং সেখান থেকে সিলেবাস সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

Official website link:- https://www.upsconline.nic.in/

অন্যান্য খবরগুলি দেখুন –

মন্তব্য করুন