How to check NREGA payment 2022 : প্রায় সমস্ত রাজ্যে ১০০ দিনের কাজ হয়ে থাকে । ১০০ দিনের কাজে যে সমস্ত শ্রমিক কাজ করেন তাদের অনেক সময় দেখা যায় যে কাজের টাকা তারা ঠিক মত পাননা । এইবার আপনি চাইলে নিজের ১০০ দিনের টাকা কবে পাবেন ? আপনার কত গুলি কাজ হয়েছে ? এই সবের সমস্ত খবর খুব সহজে নিজের মোবাইল ফোনের সাহায্যে বের করে নিতে পারবেন । আজকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো কিভাবে অনলাইনের মাধমে ১০০ দিনের কাজের হিসাব ( How to check NREGA payment 2022 ? ) দেখতে পাবেন ।
জব কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন ? | How to check NREGA payment 2022 ?
অনলাইনের মাধমে জব কার্ডের কাজের টাকার স্ট্যাটাস চেক করতে নিচের স্টেপ গুলি ফলো করুন –
- প্রথমে গুগল ওপেন করে সার্চ করতে হবে nrega.nic.in । প্রথম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ।

2. ওয়েবসাইট ওপেন হলে নিচের দিকে আসতে হবে এবং কুইক আক্সেস এ ক্লিক করতে হবে ।

3. কুইক অ্যাক্সেস ক্লিক করার পর নতুন একটি POPUP ওপেন হবে এবং সেখান থেকে STATE REPORTS এর উপর ক্লিক করতে হবে ।

4. নিজস্ব রাজ্যে বেছে নিতে হবে এবং সেই রাজ্যের উপর ক্লিক করতে হবে ।

5. নতুন পেজ ওপেন হলে একটু নিচে JOB CARD এর উপর ক্লিক করতে হবে ।
6. নিজের সঠিক তথ্য পুরন করে প্রসিড এর উপর ক্লিক করতে হবে ।

আপনি যখনি সঠিক তথ্য দেবেন তখন একটি PDF ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে আপনার জব কার্ড নাম্বার সহ সমস্ত তথ্য দেখতে পাবেন ।
অন্য খবর দেখুন