নিজস্ব প্রতিবেদন : নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল বাংলার মা – বোনেদের জন্য মাসিক ভাতা দেবেন আর তার কথা মতো তিনি বাংলার মা বোনেদের জন্য ( Lakshmi Bhandar ) লক্ষ্মীর ভাণ্ডার নামের প্রকল্প চালু করেন । গত বছর থেকে এর আবেদন শুরু হয়েছিল এবং তপশিল জাতি / উপজাতি ( SC/ ST ) মাসিক ১,০০০ টাকা এবং জেনারেল ও সংখ্যালগু দের জন্য মাসিক ৫০০ টাকা দেওয়া চালু করা হয়েছে । এই মাসিক সাহায্যে এখন বাংলার মা – বোনেরা অর্থনৈতিক দিক থেকে অনেক স্বাবলম্বী হয়ে উঠেছে ।
গত বছর অনেকেই ছিলেন যারা এই প্রকল্পতে আবেদন করতে পারেননি কোন কারণ বসত । তবে তাদের জন্য রইল একটি সু খবর আবার নতুন বছরে শুরু হতে চলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন গ্রহন । ২রা জানুয়ারি ২০২২ ( 2 jan 2022 ) থেকে বাংলায় চালু হবে ‘ দুয়ারে সরকার ‘ ( Duare Sarkar 2022 ) আর এখানেই সরকারি সমস্ত কাজ করা হবে । আপনি যে কোন সরকারি বিষয়ের সমাধান এই দুয়ারে সরকার এ পেয়ে যাবেন । যারা গত বছর আবেদন করেননি তাদের এই দুয়ারে সরকার কাম্পে লক্ষ্মীর ভাণ্ডর প্রকল্পে আবেদন জমা করতে হবে ।
আরও পড়ুন : Wb Recruitment 2022 : দুয়ারে সরকার প্রকল্পে চাকরি নিয়োগ চলছে , কিভাবে আবেদন করবেন ?
লক্ষ্মীর ভাণ্ডার ( Lakshmi Bhandar 2022 ) প্রকল্পে আবেদন করতে কি কি লাগবে ?
- রেশন কার্ড ( Ration Card )
- আধার কার্ড ( Aadhaar Card )
- ভোটার কার্ড ( Voter Card )
- আবাসিক শংসাপত্র ( Address Proof )
- বাঙ্কের পাসবই ( Bank Passbook )
- বয়সের প্রমান পত্র ( Age Proof )
- পাসপোর্ট সাইজ ফটো ( Passport Size Photograph )
- মোবাইল নাম্বার ( Active Mobile Number )
উপরে দেয়া সমস্ত কাগজ গুলির এক কপি করে জেরক্স সহ তাতে আবেদনকারীর সই করতে হবে ।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ২০২২ এ আবেদন কিভাবে করবেন ? ( How To Apply For Lakshmi Bhandar Yojana 2022 )
বাংলার সরকার প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনলাইনে আবেদন করা যাবে বলে জানালেও তা এখনো হয়নি । এখন আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেখান থেকেই এর আবেদন পত্র নিতে হবে এবং তা ফিলাপ করে সেখানেই জমা করতে হবে সমস্ত জেরক্স সাথে নিয়ে । মনে রাখবেন এই আবেদন ফর্ম বাইরে থেকে জেরক্স করে জমা করলে তা গ্রহন না করা হতে পারে ।
আপনার করা লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের স্ট্যাটাস চেক করুন : এখানে ক্লিক করুন
কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার ২০২২ আবেদন করতে পারবেন ? ( Who is eligible for Lakshmi bhandar 2022 ? )
লক্ষ্মীর ভাণ্ডার আবেদন শুধুমাত্র পশ্চিম বাংলার স্থায়ী বসবাসকারী মহিলারা করতে পারবেন । এই প্রকল্পে আবেদন করতে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ২৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে । আপনি যদি এই বয়সের মধ্যে হন তাহলেই আজই আবেদন করুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ।