You are currently viewing NEET 2022 : আজকেই শুরু রেজিস্ট্রেশন ? NEET 2022  পরীক্ষা কবে জানেন ?
Image - ABPLIVE.COM

NEET 2022 : আজকেই শুরু রেজিস্ট্রেশন ? NEET 2022 পরীক্ষা কবে জানেন ?

  • Post author:

নিজস্ব প্রতিবেদন : আজকেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ( NTA ) মেডিকেল এন্ট্রাস পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে ( NEET 2022 Application Form ) । NEET 2022 এর এপ্লিকেশন কাম রেজিস্ট্রেশন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in এ প্রকাশ করা হতে পারে বলে সুত্রের খবর। অফিসিয়াল ওয়েবসাইটে এখনো এই বিষয়ে তেমন কোন খবর প্রকাশ করা হইনি । আরও বিস্তারিত জানতে নিচের সম্পূর্ণ পড়ুন।

NEET 2022 এর রাঙ্ক গণনা কিভাবে হবে জানুন | NEET 2022 : Know new rank calculation formula

গত বছর অর্থাৎ NEET 2020 তে রাঙ্ক গননার ক্ষেত্রে পরীক্ষার্থীদের বসয় কে গুরুত্ব দেওয়া হয়েছিল । এই বছর তবে বয়সকে প্রাদান্ন দেওয়া হবে না। গত বছর NEET 2020 তে মুলত ওড়িশার সোয়েব আফতাব এবং উত্তর প্রদেশের আকাঙ্কা সিং পরিখাতে মোট ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়েছিল কিন্তু তাদের মধ্যে প্রথম স্থান সোয়েব আফতাব কে দেওয়া হয়েছিল বয়সের ভিত্তিতে , কারণ সয়েব আকাঙ্কার চেয়ে বয়সে বড় ছিল । তবে এই বছর এই ভাবে নির্বাচন করা হবে না । NEET 2022 পরীক্ষাতে এবছর যারা জীববিজ্ঞান বিষয়ে বেশি নাম্বার অথবা শতকরা বেশি নাম্বার পাবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ।

CBSE, CISCE বোর্ড গুলি মডিকেল এন্টারস পরীক্ষাতে কিভে পারফর্ম করে ? | NEET 2022: How CBSE, CISCE, state boards perform at medical entrance?

NEET-এ শীর্ষ-কার্যকর বোর্ডের হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ( CBSE )। কিন্তু গত বছর অর্থাৎ ২০২১ সালে এটি AMU ছিল । তবে গত ২০২১ সালে এই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় ( NEET ) ৬৬.৫ % পরীক্ষার্থী ছিল রাজ্য বোর্ডের । এই NEET পরীক্ষার শীর্ষ ২ লাখ পরীক্ষার্থীদের মধ্যে CBSE স্টুডেন্ট ছিল মাত্র ৩৯ % । NEET পরীক্ষায় বসা বোর্ডগুলি এবং তাদের পাশের হার দেওয়া হল –

AMU 84.6%
CBSE 73.9%
CISCE 71.7%
APBIE 64.5%
TSBIE 63.1%
Rajasthan Board61.8%
Gujarat Board58.2%
JKBoSE 56.5%
West Bengal Board55%
Haryana Board 54.8%
How CBSE, CISCE, state boards perform at medical entrance 2021 ?

আরও খবর পড়ুন

মন্তব্য করুন