You are currently viewing পাঞ্জাব নাশানাল বাঙ্কে নিয়োগ শুরু ২০২২ | PNB Recruitment 2022

পাঞ্জাব নাশানাল বাঙ্কে নিয়োগ শুরু ২০২২ | PNB Recruitment 2022

  • Post author:

নিজস্ব প্রতিবেদন : সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর আবার পাঞ্জাব বাঙ্কে ( PNB Recruitment 2022 ) সরাসরি নিয়োগ শুরু হল । কারা কারা এই চাকরিতে আবেদন করতে পারবেন তার বিস্তারিত আমরা আলচনা করবো । আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই সরাসরি আবেদন করতে পারবেন । কি ভাবে আবেদন করতে হবে এবং কথায় আবেদন করতে হবে তাছাড়া আবেদন করার ওয়েবসাইট লিঙ্ক সমস্ত নিচে দেওয়া হল ।

সংস্থার নামপঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)
পদের নামপিওন
নিয়োগ স্থানপূর্ব বর্ধমান সহ অন্যান্য স্থান
আবেদনের বয়স১৮ বছর সর্বনিম্ন
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.pnbindia.in/
পাঞ্জাব নাশানাল বাঙ্কে নিয়োগ শুরু ২০২২ | PNB Recruitment 2022

পাঞ্জাব নাশানাল বাঙ্কে আবেদন কিভাবে করবেন সহ বিস্তারিত | PNB Recruitment 2022

বেতন : নিয়গের পর সরবনিম্ন ১৪৫০০ টাকা থেকে শুরু করে ২৮১৪৫ টাকা পর্যন্ত ।

নিয়োগ পধতি : পাঞ্জাব নাশানাল বাঙ্কের তরফ থেকে বিস্তারিত জানানো হয়নি ।

বয়স সীমা : আবেদন করার জন্য সবনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বচ্ছো ২৪ বছর ( ১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ) ।

পদের নাম ও বিস্তারিত : নিয়োগ পদের নাম পিওন ।

নিয়গ স্থান : পূর্ব বর্ধমান ( Purba Bardawan ) নিয়োগ স্থান হলেও রাজের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে ।

আবেদনের যোগ্যতা : আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে । সাধারনত ইংরেজি ভাষা লিখতে এবং পরতে জানতে হবে । এই চাকরিতে সর্বচ্ছ এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেনি পাস হতে হবে । স্নাতক পাশ অথবা এর অধিক শিক্ষাগত যোজ্ঞতা প্রাপ্ত বেক্তিরা কোনো ভাবেই আবেদন করতে পারবেন না ।

আবেদন পধতি : আবেদন অনলাইন ও অফলাইনে করতে হবে । আবেদন করার শেষ তারিখ ২৮ মার্চ ২০২২ । অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন করার পর আবেদন পত্র নিচের দেওয়া ঠিকানায় তা পাঠাতে হবে –

 “Dy. Circle Head- Support, HRD Department, Punjab National Bank, Circle Office, Burdwan, 2 nd Floor, Sree Durga Market, Police Line Bazar, GT Road, Burdwan – 713103”

অন্য খবর দেখুন : উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ বদল , কবে পরীক্ষা জানুন ? WB Higher Secondary Routine 2022

CBSE 10th বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হল | CBSE 10th Exam Result 2022

মহিলা সমৃদ্ধি যোজনা কি ? | What is Mahila Samriddhi Yojana 2022 ? 

মন্তব্য করুন