Primary TET 2022 : সবে-সবে বাংলায় প্রাইমারি টেট পরীক্ষা শেষ হয়েছে আর এর মধ্যেই যে সমস্ত পরীক্ষার্থী এই বছর প্রাইমারি টেট ( Primary TET 2022 ) পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন তারা চিন্তায় রয়েছেন কবে তাদের নিয়োগ শুরু করবে রাজ্য। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষার্থীর ২৭০ জন প্রায় ৮ বছর পর ভুল প্রশ্নের মামলায় আদালতের আদেশে কিছু দিন আগে চাকরি পেয়েছেন। এই বছরের প্রাইমারি টেট পরীক্ষায় প্রশ্ন পত্র লিকের একটি খবর শোনা গিয়েছিল। তবে এই বছরের প্রাইমারি টেট ( Primary TET 2022 ) পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের নিয়োগ নিয়ে ইতি মধ্যেই আলচনা শুরু হয়েছে।

Primary TET 2022 : প্রাইমারি টেট নিয়োগ শুরু কবে থেকে ?
নতুন পরীক্ষার্থীরা কবে চাকরি পাবে এই বিশয়ে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন , এই নতুন পরীক্ষার্থীদের চাকরিতে নিয়োগ কোন মতেই সম্ভব নয়। তবে যদি আমরা বিবেচনা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো বর্তমান প্রাইমারি টেট ( WB Primary TET 2022 ) দেওয়া পরীক্ষার্থীদের চাকরি পেতে অনেকটা সময় লাগতে পারে।গত কিছু প্রাইমারি নিয়গের যে গাফিলতির অভিযোগ উঠেছে এবং তা নিয়ে বর্তমান সময়েও যে মামলা আদলতে চলছে তা জতদিন না নিস্পত্তি হবে ততদিন পর্যন্ত বর্তমান প্রাইমারি টেট পরীক্ষার্থীদের চাকরি পেতে দুর্ভোগ পোয়াতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশিষ্ট মহল।
আরও দেখুন :
Rupashree Prakalpa In Bengali | রুপশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানুন!
কর্মসংস্থান পেপার today 2022 pdf download। Karmasangsthan Paper Download 2022 (new update)
‘কৃষক বন্ধু’ দের দেওয়া হবে ২০৬০ টাকা ! | Krishak Bandhu Latest Update 2022