You are currently viewing Rupashree Prakalpa In Bengali | রুপশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানুন!

Rupashree Prakalpa In Bengali | রুপশ্রী প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানুন!

  • Post author:

আজকের সমস্ত প্রতিবেদনে আমরা আপনাদের জানাতে চলেছি প্রশ্চিমবঙ্গ রাজ্য সকারের অনুমদিত ( Rupashree Prakalpa ) রুপশ্রী প্রকল্পের সম্পর্কে। এই রুপশ্রী প্রকল্প কাদের দেওয়া হবে আমরা আপনাদের জানাবো এবং এতে কি কি লাভ পাওয়া যাবে ? কোথায় আবেদন করতে হবে ? কিভাবে আবেদন করবেন বা কারা আবেদন করবেন ? এই সব প্রশ্নের উত্তর খুব সহজ ভাষায় দেবো আপনাদের ।

Rupashree Prakalpa In Bengali | (রুপশ্রী প্রকল্প)

প্রকল্পের নাম রুপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa)
রাজ্যের নাম পশ্চিমবঙ্গ 
আবেদনকারীরাজ্যর অবিবাহিত মহিলা
ভাতার পরিমান ১.৫০ লাখ
আবেদন শুরু ১লা এপ্রিল ২০১৮
আবেদন শেষ চলছে
অফিশিয়াল ওয়েবসাইট https://wbrupashree.gov.in/

বাংলার মুখমন্ত্রি মমতা ব্যানার্জি রাজ্যের সকল মানুষের কথা খুব ভাবেন। তিনি রাজ্যের কল্যাণের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা রাজ্যবাসী কে দিয়ে থাকেন। তিনি মা বোনেদের জন্য যে অনেক ভাবেন তা বিভিন্ন সময় দেখে থাকি। তিনি মা বোনেদের আর্থিক সহায়তার জন্য অনেক অনেক প্রকল্পের সুচনা করেছেন তার মধ্যে যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ( Laxmi Bhandar ), বিধবা ভাতা, কন্যাশ্রী ( kanyashree ), রুপশ্রী ( ruposree prokolpo in bengali ) ইত্যাদি ।

‘ রুপশ্রী প্রকল্প ‘ – কি জানেন ? | Rupashree Prakalpa In Bengali

বাংলার সকল পিছিয়ে পরা দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহায়তা করতে চায় রাজ্য। মূলত এই কারণেই রুপশ্রী প্রকল্পের সুচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে ( ruposree prokolpo in bengali ) যে সকল পরিবার আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন সেই সমস্ত পরিবারের মেয়েদের বিয়ের জন্য প্রশ্চিমবঙ্গ সরকার ১.৫০ লক্ষ টাকা দেবেন।

‘ রুপশ্রী প্রকল্প ‘ – আবেদন করতে কি কি নথির প্রয়োজন হবে ?

এই রুপশ্রী প্রকল্পে ( Rupashree Prakalpa In Bengali ) যারা আবেদন করতে চাইছেন তাদের বেশ কিছু নথির দরকার হবে । আপনিও যদি এই প্রকল্পের আওতায় নিজেকে আনতে চান তাহলে নিচের দেওয়া সকল নথি থাকা আবশ্যিক ।

  • আবেদনকারীদের বয়স ১৮ বছর হতে হবে।
  • আবেদন পত্র জমা করার দিন পর্যন্ত অবিবাহিত অবস্থায় থাকতে হবে ।
  • যে পাত্রের সাথে বিবাহ হবে তার বয়স ২১ বছর হতে হবে ।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ।
  • আবেদনকারীর নিজের ব্যাংক আকাউন্ট থাকতে হবে ।
  • ফর্মের সাথে দুটি রঙ্গিন ফটো দিতে হবে ( বর এবং কনের )।
  • ফর্মের সাথে বিয়ের আমন্ত্রন কার্ড দিতে হবে ।
  • অবিবাহিত সহ বার্ষিক আয়ের প্রমাণ পত্র ।
  • বয়সের প্রমাণ পত্র ( মাধ্যমিক ভর্তির স্বীকৃত জেরক্স / জন্মের শংসাপত্র / ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড  ) ।

‘ রুপশ্রী প্রকল্প ‘ আবেদন কিভাবে করবেন ? | How to Apply Rupashree Prakalpa 2022 ?

রুপশ্রী প্রকল্প ‘ ( ruposree prokolpo 2022 ) তে আবেদন করতে আপনাকে উপরে আলোচনা করা সমস্ত কাগজ গুলি প্রথমে জোগাড় করে নিতে হবে এরপর নিজের মিউনিসিপালিটি / গ্রাম পঞ্চায়েত / বি.ডি.ও / এস.ডি.ও র অফিসে গিয়ে রুপশ্রি প্রক্লপের ফর্ম নিয়ে সেটিকে সঠিক ভাবে পূরণ করে সেখানেই জমা করতে পারবেন । এছারা আপনি বিশদে জানতে এবং ফর্ম জমা করতে বা ফর্ম পেতে দুয়ারে সরকার ( Duare Sarkar Camp 2022 ) ক্যাম্পে যোগাযোগ করতে পারেন ।

রুপশ্রী ফর্ম সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন : Download Rupashree Form PDF

আরও খবর দেখুন
Forest Guard Recruitment 2022 | ফরেস্ট গার্ড পদে নিয়োগ শুরু ২০২২
Class 10 Model Activity Task Part 30 September 2022 Answers | দশম শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৩০শে সেপ্টম্বর
Duare Sarkar Camp List 2022 : পরবর্তী দুয়ারে সরকার কাম্প কবে হবে জানুন !

মন্তব্য করুন