You are currently viewing টাটা স্কলারশিপ আবেদনে পাবেন ৫০ হাজার টাকা | Tata Scholarship 2022-23

টাটা স্কলারশিপ আবেদনে পাবেন ৫০ হাজার টাকা | Tata Scholarship 2022-23

  • Post author:

Tata Scholarship 2022-23 : সকল ছাত্র ছাত্রীদের জন্য দারুন একটি খুশির খবর নিয়ে হাজির হলাম আমরা । আজকে আমরা এমন একটি স্কলারশিপ এর খোঁজ নিয়ে আমরা হাজির হয়েছি যেখানে আপনি আবেদন করলে ৫০০০০ টাকা পাবেন। আজকে আমরা দেখব যে এই স্কলারশিপ কারা কারা আবেদন করতে পারবেন ?এবং কিভাবে আবেদন করতে পারবেন ? আর কোথায় গিয়ে আবেদন করতে হবে ? আজকে যে কলারশিপ এর ব্যাপারে আমরা সমস্ত তথ্য আপনাদের দেবো তার সমস্ত নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল । 

স্কলারশিপের নাম The Tata Capital Punk Scholarship Programme 2022 -2023
আবেদন পধতি অনলাইন
স্কলারশিপের পরিমান ৫০,০০০ টাকা
আবেদন শুরুর তারিখ আবেদন চলছে
আবেদন শেষের তারিখ ৩১ আগস্ট ২০২২ ( 31 Aug 2022 )
official website The Tata Capital Punk Scholarship Programme 2022 -2023
The Tata Capital Punk Scholarship Programme 2022 -2023

আমরা সকলেই জানি ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কলারশিপের আয়োজন করা হয় । তবে সে ক্ষেত্রে একজন আবেদনকারী সরকারের যেকোনো একটি স্কলারশিপে আবেদন করতে পারে। আমরা কিন্তু বেসরকারি ক্ষেত্রে এরকম কোন নিয়ম দেখতে পাই না । বেসরকারি স্কলারশিপে আপনি যত খুশি আবেদন করতে পারেন সে ক্ষেত্রে কোন সমস্যা নেই ।

আজকে আমরা আপনাদের জন্য একটি বিখ্যাত বেসরকারি স্কলারশিপ নিয়ে হাজির হলাম যা হল – The Tata Capital Pankh Scholarship Programme ।  এই Tata Scholarship 2022 – 23 এ ক্লাস ৬ থেকে শুরু করে কলেজ লেভেলের পড়ুয়া সকলেই আবেদন করার সুযোগ পাবেন । 

 টাটা স্কলাশিপ – এর উদ্দেশ্য কি ? | Tata Scholarship 2022-23

টাটা ক্যাপিটাল পাংক স্কলারশিপ প্রোগ্রাম ( The Tata Capital Pankh Scholarship Programme ) এর মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া ভালো ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিকভাবে সহযোগিতা করা । এই স্কলারশিপ ক্লাস 6 থেকে শুরু করে 12 বা স্নাতক ডিগ্রি সকলকে আর্থিক সাহায্যের আওতায় নিয়ে আনা হয়েছে। 

টাটা স্কলারশিপ ( Tata Scholarship 2022 – 23 ) মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে – 

  1. The Tata Capital Punk Scholarship Programme for Professional Undergraduate Courses 2022 – 2023

যোগ্যতা : এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে। ভারতের যেকোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানে মেডিকেল ,আইন, ইঞ্জিনিয়ারিং, ইত্যাদির মত পেশাদার স্নাতক ডিগ্রি প্রোগ্রামের সাথে যুক্ত থাকতে হবে ।

  1. The Tata Capital Punk Scholarship Programme for Class 6 to 12 Students ( 2022-2023 ) 

যোগ্যতা : এখানে আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাছাড়া ভারতের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানে ক্লাস ৬ থেকে ১২ শ্রেণীতে অধ্যয়নরত হওয়া আবশ্যক।

  1. The Tata Capital Punk Scholarship Programme General Undergraduate Students ( 20220-2023 )

যোগ্যতা : এখানে আবেদন করতে আবেদনকারীকে ভারতীয় কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠানে বিএসসি , বিকম , বিবিএ , বিএ , ডিপ্লোমা , পলিটেকনিক , এইরকম বিভিন্ন স্নাতক ডিগ্রি প্রোগ্রামে নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।

টাটা স্কলার্শিপ 2022 -23 এ আবেদন করতে কি কি ডকুমেন্ট দরকার ? | How To Apply Online Tata Scholarship 2022-23

  • আধার কার্ড ।
  • পাসপোর্ট সাইজের কালার ফটো।
  • ইনকাম সার্টিফিকেট।
  • এডমিশন ফি প্রমাণ পত্র ।
  • ভর্তির রশিদ ।
  • ব্যাংকের পাশ বই । ( কান্সেল চেক / পাশবুক কপি )
  • শেষ পরীক্ষার রেজাল্ট ।
  • প্রতিবন্ধী সার্টিফিকেট । ( যদি থাকে )
  • জাতির প্রমাণ পত্র । ( যদি থাকে )

অন্য খবর পড়ুন : 

জব কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন ? | How to check NREGA payment 2022 ?

রাজ্যে ৬৮০০০ হাজার শুন্য পদে নিয়োগ | Utkarsh Bangla Recruitment 2022

২ হাজার কনস্টেবল নিয়োগ রাজ্যে ২০২২ | WBP Constable Recruitment 2022

মন্তব্য করুন