Utkarsh Bangla Recruitment 2022 : রাজ্যের শিল্প মন্ত্রি হুমায়ুন কবির জানিয়েছেন প্রশ্চিম বাংলায় এবার ‘ উৎকর্ষ বাংলা ‘ ( Utkarsh Bangla ) প্রকল্পের অধীনে প্রায় ২৩ টি জেলায় ৬৮০০০ হাজার চাকরির সুযোগ করে দিতে চলেছেন । এখানে মহিলা থেকে পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। রাজ্যের ২৩ টি জেলায় আলাদা আলাদা ভাবে কর্মী নিয়োগ হতে চলেছে । আসলে রাজ্যর বেকার যুবক যুবতীদের কর্মমুখী করতে রাজ্যের এই উদ্যোগ।
রাজ্যের নাম | প্রশ্চিম বাংলা |
প্রকল্পের নাম | Utkarsh Bangla |
নিয়োগ স্থান | রাজ্যের ২৩ টি জেলা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা | সর্বনিম্ন ১০ম শ্রেনি পাশ |
অফিসিয়াল ওয়েব সাইট | pbssd.gov.in |
‘ উৎকর্ষ বাংলা’ প্রকল্পের নিয়োগ বিষয়ে বিস্তারিত জানুন | Utkarsh Bangla Recruitment 2022
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট ( PBSSD) আওতায় উত কথা ‘উৎকর্ষ বাংলা’ ( Utkarsh Bangla ) প্রকল্পের অধীনে এই নিয়োগ করা হবে।
নিয়োগ পদেরর নাম : উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় রাজ্যে ৬৮০০০ হাজার কর্মী নিয়োগ হবে তা নিয়োগ করা হবে বিভিন্ন পদে। যথাক্রমে সেই পদ গুলি হল – গ্রুপ সি ( Group -C ) , গ্রুপ ডি ( Group-D ) , Teaching Staff, Non Teaching Staff , Data Entry Operator , Multi Tasking Staff , Banking Staff , Finance Department Staff , Insurance Department Staff , Accountant এছাড়াও আরও অনেক পদের নিয়োগের কথা জানিয়েছে রাজ্য ।
শিক্ষাগত যোগ্যতা : উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে কোন স্বীকৃতি স্কুল বোর্ড থেকে ১০ম শ্রেণী ( মাধ্যমিক ) পাস করতে হবে। এছাড়াও আপনি যদি উচ্ছমাধ্যমিক , স্নাতক , ITI , পলিটেকনিক নিয়ে পাশ করে থাকেন তাহলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন।
নিয়োগ স্থান : উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চাকরির ক্ষেত্রে নিয়োগ স্থান সম্পর্কে রাজ্য সরকার জানিয়েছে রাজ্যের ২৩ টি জেলার বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা : এখানে আবেদন করতে আবেদনকারীর সর্ব নিম্ন ১৮ বছর ( ০১/০১/২০২২ অনুযায়ী ) এবং সর্বাধিক ৪০ বছর হতে হবে।
উৎকর্ষ বাংলা নিয়োগ 2022 প্রকল্পে চাকরির জন্য কি কি ডকুমেন্ট লাগবে ? | Utkarsh Bangla Recruitment 2022
আপনি যদি উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনার থাকা বাধ্যতামূলক।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট।
- স্নাতক পাস এর সার্টিফিকেট। ( যদি থাকে )
- উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট। (যদি থাকে)
- জাতির সার্টিফিকেট । ( যদি থাকে )
- ভোটার কার্ড অথবা আধার কার্ড ।
- রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন – রেজিষ্টার করুন ।
Read More :