You are currently viewing রাজ্যে ৬৮০০০ হাজার শুন্য পদে নিয়োগ | Utkarsh Bangla Recruitment 2022

রাজ্যে ৬৮০০০ হাজার শুন্য পদে নিয়োগ | Utkarsh Bangla Recruitment 2022

  • Post author:

Utkarsh Bangla Recruitment 2022 : রাজ্যের শিল্প মন্ত্রি হুমায়ুন কবির জানিয়েছেন প্রশ্চিম বাংলায় এবার ‘ উৎকর্ষ  বাংলা ‘ ( Utkarsh Bangla ) প্রকল্পের অধীনে প্রায় ২৩ টি জেলায় ৬৮০০০ হাজার চাকরির সুযোগ করে দিতে চলেছেন । এখানে মহিলা থেকে পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। রাজ্যের ২৩ টি জেলায় আলাদা আলাদা ভাবে কর্মী নিয়োগ হতে চলেছে । আসলে রাজ্যর বেকার যুবক যুবতীদের কর্মমুখী করতে রাজ্যের এই উদ্যোগ।

রাজ্যের নাম প্রশ্চিম বাংলা
প্রকল্পের নাম Utkarsh Bangla
নিয়োগ স্থান রাজ্যের ২৩ টি জেলা
আবেদন পদ্ধতিঅনলাইন
শিক্ষাগত যোগ্যতাসর্বনিম্ন ১০ম শ্রেনি পাশ
অফিসিয়াল ওয়েব সাইট pbssd.gov.in
Utkarsh Bangla Recruitment 2022

‘ উৎকর্ষ  বাংলা’ প্রকল্পের নিয়োগ বিষয়ে বিস্তারিত জানুন | Utkarsh Bangla Recruitment 2022

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট ( PBSSD) আওতায় উত কথা ‘উৎকর্ষ বাংলা’ ( Utkarsh Bangla ) প্রকল্পের অধীনে এই নিয়োগ করা হবে। 

 নিয়োগ পদেরর নাম : উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় রাজ্যে ৬৮০০০ হাজার কর্মী নিয়োগ হবে তা নিয়োগ করা হবে বিভিন্ন পদে। যথাক্রমে সেই পদ গুলি হল – গ্রুপ সি ( Group -C ) , গ্রুপ ডি ( Group-D ) , Teaching Staff, Non Teaching Staff , Data Entry Operator , Multi Tasking Staff , Banking Staff , Finance Department Staff , Insurance Department Staff , Accountant এছাড়াও আরও অনেক পদের নিয়োগের কথা জানিয়েছে রাজ্য । 

শিক্ষাগত যোগ্যতা : উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে কোন স্বীকৃতি স্কুল বোর্ড থেকে ১০ম শ্রেণী ( মাধ্যমিক ) পাস করতে হবে। এছাড়াও আপনি যদি উচ্ছমাধ্যমিক , স্নাতক , ITI , পলিটেকনিক নিয়ে পাশ করে থাকেন তাহলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন।

নিয়োগ স্থান : উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে চাকরির ক্ষেত্রে নিয়োগ স্থান সম্পর্কে রাজ্য সরকার জানিয়েছে রাজ্যের ২৩ টি জেলার বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা :  এখানে আবেদন করতে আবেদনকারীর সর্ব নিম্ন ১৮ বছর ( ০১/০১/২০২২ অনুযায়ী ) এবং সর্বাধিক ৪০ বছর হতে হবে।

উৎকর্ষ বাংলা নিয়োগ 2022 প্রকল্পে চাকরির জন্য কি কি ডকুমেন্ট লাগবে ? | Utkarsh Bangla Recruitment 2022

আপনি যদি উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির আবেদন করতে চান তাহলে নিচে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনার থাকা বাধ্যতামূলক। 

  1. মাধ্যমিকের এডমিট কার্ড।
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  3. মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট।
  4. স্নাতক পাস এর সার্টিফিকেট। ( যদি থাকে )
  5. উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট। (যদি থাকে)
  6. জাতির সার্টিফিকেট । ( যদি থাকে )
  7. ভোটার কার্ড অথবা আধার কার্ড ।
  8. রঙিন পাসপোর্ট সাইজ ফটো।

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন – রেজিষ্টার করুন । 

Read More :

মন্তব্য করুন