নিজস্ব প্রতিবেদন : সকল বাংলার বেকার যুবক – যুবতীদের জন্য দারুন খুশির সংবাদ এইবার আপনিও পেতে পারেন সরকারি চাকরি। পশ্চিমবঙ্গ খাদ্য অধিদপ্তর ( WB government job 2022 Under Food & Supplies ) এর অধীনে থাকছে সরাসরি চাকরির সুযোগ। আপনিও খুব সহজেই এই সরকারি চাকরিতে আবেদন করতে পারেন আবেদন করার জন্য যে সমস্ত পদ্ধতি গুলো রয়েছে এবং আপনার যে যে ডকুমেন্ট দরকার হবে তা সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ।
কিভাবে কোথায় পশ্চিমবঙ্গ খাদ্য অধিদপ্তর ( WB government job 2022 Under Food & Supplies ) এর সরকারি চাকরিতে আবেদন করবেন ?
নিয়োগ পদের নাম : এডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর ( DEO )
শূন্য পদ : মোট ৩৪ টি শূন্য পদে নিয়োগ করা হবে ।
বেতন : ১৩০০০/- টাকা প্রতিমাস
আবেদনের বয়স : এই পদে আবেদন করতে আবেদনকরির বয়স ২১ ( একুশ ) বছর থেকে ৪০ ( চল্লিশ ) বছর এর মধ্যে হতে হবে।
চাকরির ধরন : এই মুহূর্তে অস্থায়ী নিয়োগ হবে ।
চাকরির স্থান : নদীয়ার বিভিন্ন স্থানে নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা : DEO পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ের উপর
গ্রাজুয়েশন পাস করতে হবে এবং তার পাশাপাশি কমপিউটার ব্যাবহারের ( MS Word / MS Excel / MS PowerPoint / MS Access / Use of Internet ) যোগ্যতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা জরুরী দরকার তা হল govt / NGO তে কাজের অভিজ্ঞ্যতা ।
আবেদন মূল্য : আবেদন মূল্য নেই ।
আবেদনের ধরন : অফলাইনে আবেদন করতে হবে । নিচে দেওয়া আবেদন ফর্ম ডাউনোড করে সেটিকে মুখ বন্ধ খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিয়ে হবে অথবা ইমেল করতে হবে ।
আবেদনের শেষ তারিখ : আবেদন করার শেষ তারিখ ১৭.০২.২০২২ বিকাল ৪ টা পর্যন্ত ।
NAME OF POST | VACANCY | AGE ( as on 01.01.2022) | ESSENTIAL QUALIFICATION | OTHER REQUIRED QUALIFICATION | CONSOLIDATED PAY | OFFICIAL WEBSITE |
Additional Data Entry operator | 34 | Minimum 21 Years – Maximum 40 Years | 1. Graduation from any recognised University. 2. Working knowledge of computer with operation knowledge of MS word , MS Excel , MS PowerPoint , MS access and internet. | Working experience in Govt./NGO | Rs . 13000/- Per Month | http://www.nadia.gov.in/ |
Department of Food Supplies Government of West Bengal এ DTO পদে আবেদনের জন্য কি কি কাগজ লাগবে ? | Wb Government Job 2022
পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর এর অধীনে DTO পদে আবেদন করার জন্য আবেদনকারীর যে কাগজ পত্র দরকার সেগুলো নিচে দেওয়া হলো –
- জন্মের প্রমাণ পত্র ।
- বাসিন্দা প্রমাণ পত্র ( যেমন – ভোটার কার্ড/ রেশন কার্ড / আধার কার্ড ) ।
- মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক , গ্রাজুয়েশন পাশের রেজাল্ট এবং সার্টিফিকেট ।
- কম্পিউটার প্রশিক্ষণের প্রমাণপত্র।
- জাতির প্রমাণ পত্র ( আপনি যদি SC , ST , কিংবা OBC হয়ে থাকেন তাহলে ) ।
- অন্য জায়গার কাজের অভিজ্ঞতার প্রমান পত্র যেখানে তারিখ মাস এবং বছর পরিষ্কার ভাবে লেখা থাকবে।
আবেদন পত্র জমা করার ঠিকানা : office of the district controller [ F&S ] , Nadia , Patrabazar , Krishnanagar, Nadia , Pin 741101 ।
আবেদন পত্র ইমেল এর মাধ্যমে জমা করতে পারেন । সরাসরি ইমেলের মাধ্যমে জমা করার জন্য এইখানে ইমেল করুন – recruitment.nadia.fs@gmail.com
সরকারি ওয়েবসাইট দেখুন : এইখানে ক্লিক করুন
আবেদনপত্র এবং নোটিশ ডাউনলোড করুন – এইখানে ক্লিক করুন
নোট : মনে রাখবেন একাধিক আবেদন করলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। যেকোনো একটি উপায় আবেদন জমা করবেন । আবেদন পত্রের সাথে যে ডকুমেন্ট জমা করবেন সেগুলিতে অবশ্যই সেল্ফ অ্যাটেস্টেড করতে ভুলবেন না এবং ডকুমেন্ট গুলো যেনো পরিষ্কার ভাবে Xerox করা থাকে ।
অন্যান্য খবর পড়ুন :