নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করলো রাজ্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করার মাধ্যমে নতুন সময়সূচী (WB Higher Secondary Routine 2022 ) ঘোষণা করেন। ২ এপ্রিল শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিলের পর যথাক্রমে ৪ এবং ৫ এপ্রিল রয়েছে পরীক্ষা। এর পর আবার পরীক্ষা হবে ১৬ এপ্রিল । ৬ এপ্রিল ১৫ এপ্রিল পর্যন্ত মাঝে কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছে নবান্ন। ২১ এপ্রিল জয়েন্টের কারনে সেদিনও কোনো পরীক্ষা হবে না ।
২৭ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক । এর মাঝে মাঝে ২১ এপ্রিল JEE মেইন থাকছে। উচ্চমাধ্যমিকের শেষ হওয়ার পর ৩০ এপ্রিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ত্রন্স হবে । আজ নবান্নে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে এই নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন এবং সাথে সাথে তিনি জানান ” বিশেষ পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত। নির্বাচন ও উচ্চমাধ্যমিক একসঙ্গে কিভাবে হবে! পরীক্ষার সময় প্রচার হলে পড়াশোনার ক্ষতি হয়। উত্তর প্রদেশ পাঞ্জাবর সঙ্গেই একসঙ্গে নির্বাচন হয়ে গেলে ভালো হতো” ।
উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন ২০২২ | WB Higher Secondary Routine 2022
২ এপ্রিল, শনিবার | প্রথম ভাষা |
৪ এপ্রিল, সোমবার | দ্বিতীয় ভাষা |
৫ এপ্রিল, মঙ্গলবার | বৃত্তিমূলক পরীক্ষা |
১৬ এপ্রিল, শনিবার | অঙ্ক |
১৮ এপ্রিল, সোমবার | অর্থনীতি |
১৯ এপ্রিল, মঙ্গলবার | কম্পিউটার সায়েন্স |
২০ এপ্রিল, বুধবার | কমার্শিয়াল ল’ |
২২ এপ্রিল, শুক্রবার | পদার্থবিদ্যা |
২৩ এপ্রিল, শনিবার | স্ট্যাটিসটিকস |
২৬ এপ্রিল, মঙ্গলবার | কেমিস্ট্রি |
২৭ এপ্রিল, বুধবার | বায়োলজি |
অন্য খবর দেখুন
CBSE 10th বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হল | CBSE 10th Exam Result 2022
মহিলা সমৃদ্ধি যোজনা কি ? | What is Mahila Samriddhi Yojana 2022 ?
যুবশ্রী প্রকল্প কিভাবে পাবেন ? | How to Online Apply Yuvashree Prakalpa 2022?