You are currently viewing উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ বদল , কবে পরীক্ষা জানুন ? WB Higher Secondary Routine 2022

উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ বদল , কবে পরীক্ষা জানুন ? WB Higher Secondary Routine 2022

  • Post author:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করলো রাজ্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করার মাধ্যমে নতুন সময়সূচী (WB Higher Secondary Routine 2022 ) ঘোষণা করেন। ২ এপ্রিল শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২ এপ্রিলের পর যথাক্রমে ৪ এবং ৫ এপ্রিল রয়েছে পরীক্ষা। এর পর আবার পরীক্ষা হবে ১৬ এপ্রিল । ৬ এপ্রিল ১৫ এপ্রিল পর্যন্ত মাঝে কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছে নবান্ন। ২১ এপ্রিল জয়েন্টের কারনে সেদিনও কোনো পরীক্ষা হবে না । 

২৭ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক । এর মাঝে মাঝে ২১ এপ্রিল JEE মেইন থাকছে। উচ্চমাধ্যমিকের শেষ হওয়ার পর ৩০ এপ্রিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ত্রন্স হবে । আজ নবান্নে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে এই নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন এবং সাথে সাথে তিনি জানান ” বিশেষ পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত। নির্বাচন ও উচ্চমাধ্যমিক একসঙ্গে কিভাবে হবে! পরীক্ষার সময় প্রচার হলে পড়াশোনার ক্ষতি হয়। উত্তর প্রদেশ পাঞ্জাবর সঙ্গেই একসঙ্গে নির্বাচন হয়ে গেলে ভালো হতো” ।

উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন ২০২২ | WB Higher Secondary Routine 2022

২ এপ্রিল, শনিবারপ্রথম ভাষা
৪ এপ্রিল, সোমবারদ্বিতীয় ভাষা
৫ এপ্রিল, মঙ্গলবারবৃত্তিমূলক পরীক্ষা
১৬ এপ্রিল, শনিবারঅঙ্ক
১৮ এপ্রিল, সোমবারঅর্থনীতি
১৯ এপ্রিল, মঙ্গলবারকম্পিউটার সায়েন্স
২০ এপ্রিল, বুধবারকমার্শিয়াল ল’
২২ এপ্রিল, শুক্রবারপদার্থবিদ্যা
২৩ এপ্রিল, শনিবারস্ট্যাটিসটিকস
২৬ এপ্রিল, মঙ্গলবারকেমিস্ট্রি
২৭ এপ্রিল, বুধবারবায়োলজি
WB Higher Secondary Routine 2022

অন্য খবর দেখুন

CBSE 10th বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হল | CBSE 10th Exam Result 2022

মহিলা সমৃদ্ধি যোজনা কি ? | What is Mahila Samriddhi Yojana 2022 ? 

যুবশ্রী প্রকল্প কিভাবে পাবেন ? | How to Online Apply Yuvashree Prakalpa 2022?

মন্তব্য করুন