নিজস্ব প্রতিবেদন : ভারতের সবচেয়ে নামী ব্যাংক গুলির মধ্যে অন্যতম একটি নাম হল পাঞ্জাব ন্যাশানাল ব্যাংক ( PNB ) । আর এইবার আপনিও হয়ে যেতে পারেন এই বাঙ্কের একজন কর্মচারী । এই নতুন বছরে পি.এন.বি ( Punjab National Bank ) নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারী করেছেন । পি.এন.বি ( Punjab National Bank ) বাংলার ( wb job recruitment 2022 ) ২৩ টি জেলায় নিয়োগ প্রক্রিয়া চালু করেছেন ।
Punjab National Bank এ আবেদন করতে কি কি প্রয়োজন ? | wb job recruitment 2022
নিয়োগ পদ : পার্ট টাইম সুইপার ( সাব অডিনেট ক্যাডারে ) পদের জন্য নিয়োগ করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন শিক্ষা মাধ্যম থেকে অষ্টম শ্রেনি বা মাধ্যমিক পাশ থাকলেই আপনি আবেদন করতে পারেন ।
বয়স সীমা : ০১ .০১ .২০২২ তারিখ অনুযায়ী আপনার সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ ( 18 ) বছর এবং সর্বউচ্চ ২৪ (24 ) বছর । তপশীল জাতি / উপজাতি / অবসর প্রাপ্ত সেনা / শারিরিক প্রতিবন্ধি / ১৯৮৪ সালের দাঙ্গাতে নিহত পরিবারের সদস্যদের – জন্য বয়সের বিশেষ ছার পাওয়া যাবে ।
বাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট : Punjab National Bank
মাসিক বেতন : মাসিক বেতন ১৪,৫০০ ( 14,500 ) টাকা থেকে ২৮,৫০০ ( 28,000) টাকা ।
আবেদন মূল্য : আবেদনটি করার জন্য কোন মূল্য দিতে হবে না ।
আবেদনের শেষ তারিখ : আবেদনকারি সকলকে ২৫ জানুয়ারি ২০২২ এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে ( নতুবা আপনার আবেদন গ্রহন না হতেও পারে ) ।
আবেদনের প্রক্রিয়া : এখানে আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে । নিচে দেয়া আবেদন পত্রটি ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পুরন করতে হবে এবং সঠিক প্রমানপত্রের সাথে নিচে দেওয়া আবেদনের ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে হবে আবেদন পত্রটি। ( আবেদন শুধুমাত্র উত্তর ২৪ পরগনা বাসিন্ধা করতে পারবে )
আবেদন করার ঠিকানা : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কেল অফিস উত্তর 24 পরগানা, যশোর রোড, বারাসাত, কলকাতা, 700124
আরও পড়ুন : Lakshmi Bhandar নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডার কি ভাবে আবেদন করবেন ২০২২ ?
Punjab National Bank এ আবেদন করতে কোন কাগজ গুলি লাগবে ? | wb bank job recruitment 2022
- ঠিকানা ও পরিচয় পত্রের প্রমান ।
- মার্কশিট / লিভিং সার্টিফিকেট ।
- যদি সম্ভব হয় তাহলে আপনাকে জাতির সার্টিফিকেট জমা করতে হবে।
বিষদে জানতে এখানে : PDF টি ডাউনলোড করুন