Madhyamik Result 2022 : করোনা প্রকোপ গত কয়েক বছর বিদ্যালয় বন্ধ থাকার কারনে তেমন কোনো পরীক্ষা নেইনি সরকার। গত ২ বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদ্যালয় বন্ধের কারনে কোনো পরীক্ষা নেওয়া ছাড়াই পাশ করিয়ে দেওয়া হয়েছিল। এবছরও তেমন ভাবে বিদ্যালয় খোলা ছিল না আর শিক্ষার্থীদের ক্লাস খুব কম হয়েছে । সবাই ভেবেছিল এবছর হয়তো মাধ্যমিক পরীক্ষা অনলাইন করা হবে কিন্তু সেটা করা হয়নি। শিক্ষামন্ত্রী সরাসরি জানিয়েছিল এবছর মাধ্যমিক অফলাইন করা হবে । সরকারের এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ এর মাধ্যমিক শিক্ষার্থীদের দেখা যায় রাস্তায় প্রতিবাদ করতে । শিক্ষার্থীরা জানিয়েছিল তাদের এই প্রতিবাদ করার কারণ ছিল এবছর তাদের তেমন কোনো ক্লাস হয়নি এবং তারফলে সিলেবাস শেষ হয়নি সে কারণেই তারা অফলাইন পরীক্ষা দেবেনা । তবে শেষমেশ তাদের অফলাইনে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ করা হয়।
পরীক্ষার নাম | মাধ্যমিক ( Madhyamik 2022 ) |
বোর্ডের নাম | West Bengal Board of Secondary Education. |
রাজ্যর নাম | পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল সাইট | https://wbbse.wb.gov.in/ |
WB Madhyamik Result 2022 : মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেলে পাশ হবে ?
জেহুতু এবছর অফলাইনে পরীক্ষা হয়েছে এবং তার আগেও তেমন কোন ক্লাস হয়নি সেকারনে প্রতিটা মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে একটা ভয় কাজ করছে । আবার এইবছর ইতিহাস , অঙ্ক , ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র একটু শক্ত ছিল বলে দাবি করে ছিল পরিখারথিরা। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে এখন একটি প্রশ্ন ঘুরছে পরীক্ষাতে কত নাম্বার পেলে পাশ হবে ? সর্বনিম্ন কত নাম্বার পেতে হবে পাশ করতে গেলে ? আজকে সেই প্রশ্নের উত্তর আমরা নিয়ে এলাম ।
মাধ্যমিকের নিয়ম অনুযায়ী একটি বিষয়ে পাশ করতে হলে পরীক্ষার্থীদের মোট ২৫ নম্বর পেতে হবে । লেখা পরীক্ষা এবং প্রোজেক্ট মিলিয়ে এই নাম্বার পেতে হবে । তারপরেও অনেক ছাত্র ছাত্রি আছে যাদের হয়তো ২৫ নাম্বার নাও উঠতে পারে কোন একটি বিষয়ে তবে সে কি পাশ করতে পারবে না ? এমনটা কিন্তু নয় । যদি কোন ছাত্র ছাত্রি কোন সাবজেক্টে টোটাল ২৫ নাম্বারের বদলে ১৯ – ২০ বা এর মধ্যে নাম্বার পায় তাহলে বোর্ডের তরফ থেকে পাশ করিয়ে দেওয়ার সম্ভবনা সব থেকে বেশি ।
WB Madhyamik Result 2022 : মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোেবে ?
এই বছরের মাধ্যমিক পরীক্ষা ইতি মধ্যেই শেষ হয়ে গেছে । পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে এই সময় কোন খবর সরকারি তরফ থেকে পাওয়া যায়নি। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ হলে রেজাল্ট বের হবার সম্ভবনা থাকছে । বিষদে জানতে West Bengal Board of Secondary Education ওয়েবসাইটে ভিসিট করতে পারেন ।
অন্যান্য খবর দেখুন :.