You are currently viewing নতুন বছরে WBPSC 2022 তে নিয়োগ শুরু হল , কিভাবে আবেদন করবেন ?

নতুন বছরে WBPSC 2022 তে নিয়োগ শুরু হল , কিভাবে আবেদন করবেন ?

  • Post author:

নিজস্ব প্রতিবেদন : সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর । আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এলাম পশ্চিমবঙ্গ সরকারের ( WB Job Recruitment 2022 ) অধীনে একটি সরকারি চাকরির সংবাদ। এইবার নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে (WBPSC 2022 ) । আপনি কিভাবে সরকারি চাকরিতে আবেদন করবেন তা বিস্তারিত দেওয়া রইল নিচে । 

কিভাবে কোথায় WBPSC 2022 এর জন্য আবেদন করবেন ? | How to Apply WBPSC 2022  Government Job ? 

নিয়োগ পদের নাম : এসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ( assistant director of industrial training ) /প্রিন্সিপাল অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিং ইনস্টিটিউট ( principal of industrial training institutes )

নিয়োগ বিভাগ : টেকনিক্যাল এডুকেশন এন্ড ট্রেনিং গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল (technical education and training government of West Bengal )

শূন্য পদ : ১২ টি শূন্য পদ রয়েছে ।d

বেতন : আলোচনা সাপেক্ষ ।

নিয়োগের ধরন : এইমত সময় অস্থায়ী হিসবে নিয়োগ করা হবে তবে পরবর্তী সময় পার্মানেন্টলি হওয়ার সম্ভাবনাও থাকবে।

নিয়োগ পদ্ধতি : স্ক্রীন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন মূল্য : ২১০/- টাকা ( SC/ST ও যেকোনো শারীরিক ক্ষমতা সম্পূর্ণ ব্যাক্তিকে আবেদন মূল্য দিতে হবে না ) 

আবেদনের পক্রিয়া : অনলাইন ( নিচে অনলাইন আবেদন করার লিংকটি দেওয়া রইলো । )

শিক্ষাগত যোগ্যতা : (১) এই সরকারি চাকরিতে আবেদন করার জন্য আপনাকে যেকোনো জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা তার সমতুল্য ডিগ্রী থাকতে হবে । 

(২) এক বছরের Practical/ teaching যোগ্যতা থাকতে হবে  যেকোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট / ফার্ম থেকে ।

(৩) আবেদনকারীকে অবশ্যই বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে।

বয়স : আবেদনকারীর  ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে।

আবেদন শুরু এবং শেষ তারিখ : পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের( West Bengal public service commission 2022 ) আবেদন শুরুর তারিখ ০১.০২.২০২২ এবং শেষ তারিখ ২১.০২.২০২২ পর্যন্ত ।

সরকারি নোটিশ টি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

সরাসরি আবেদন করতে এইখানে ক্লিক করুন

আরও পড়ুন : সরকারি কলেজে চাকরির সুযোগ কিভাবে আবেদন করবেন ?| wb recruitment 2022

মন্তব্য করুন