You are currently viewing উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল কবে কিভাবে দেখবেন ? | West Bengal HS Results 2022
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল কবে কিভাবে দেখবেন ? | West Bengal HS Results 2022 image : Google

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল কবে কিভাবে দেখবেন ? | West Bengal HS Results 2022

West Bengal HS Results 2022 : গত দুই বছর যাবত সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকার পর এই বছর আবার নতুন করে অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া হয়েছিল। গত ২রা এপ্রিল পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় । এবং ২৭ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক ( HS Result 2022 ) পরীক্ষা চলতে থাকে। পশ্চিমবঙ্গে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার জন । এই বছর ছাত্রদের তুলনায় পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭১ হাজারের অধিক । 

পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ( Wb 12th Exam )
রাজ্যওয়েস্ট বেঙ্গল
পরীক্ষার্থীর সংখ্যা৭ লক্ষ ৪৫ হাজার জন
পরীক্ষার ফল প্রকাশ ১০ জুন ২০২২
অফিশিয়াল ওয়েবসাইট https://wbchse.nic.in/
HS Result 2022 Date West Bengal Board

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুস্থ সফলভাবে নেওয়া সম্ভব হয় তার জন্য কঠোর প্রয়োগ করতে স্পেশাল অভযার্বার নিয়োগ করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। 

করোনার বারাবারির কারনে ২০২১ সালে রাজ্য যেমন স্কুল কলেজ বন্ধ ছিল তেমনি পরীক্ষা নেওয়া বন্ধ ছিল। এই বছর পরীক্ষা (West Bengal HS Results 2022 ) হলেও সেটা নিজের নিজের স্কুল গুলিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। 

West Bengal HS Results 2022 Live Update

কবে কিভাবে উচ্ছ মাধ্যমিকের রেজাল্ট দেখবেন ?  | West Bengal HS Results 2022 Live Update

গত শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের সময় অফিশিয়াল ভাবে শিক্ষা দপ্তর বলেছিলেন ১০ জুন ২০২২ এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে (West Bengal HS Results 2022) । ১০ জুন রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা তাদের এই বছরের ফলাফল জানতে পারবেন। ফলাফল জানার জন্য নিচের দেওয়া ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হবে। এই ফলাফল দেখা যাবে ১০জুন ২০২২ বেলা ১১ টা থেকে । 

ফলাফল দেখার ওয়েবসাইট –

এই ওয়েবসাইট ছাড়াও SMS এর মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন । SMS এর মাধ্যমে ফল জানার জন্য

আপনাকে ফোনের SMS অপশনে গিয়ে লিখতে হবে WB12 < space > নিজের রোল নম্বর । লেখার পর 5676570 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে ।

অন্য খবর দেখুন :

মাধ্যমিক ২০২২ ফল প্রকাশ আজকেই ? West Bengal Madhyamik Result 2022

রাজ্যে Group D ও সহ – শিক্ষক পদে নিয়োগ ২০২২ | WB Group D Recruitment 2022

রাজ্যে ৪৫০০ লেডি কনস্টেবল পদে নিয়োগ | WB Police Recruitment 2022

মন্তব্য করুন