You are currently viewing মাধ্যমিক ২০২২ ফল প্রকাশ আজকেই ? West Bengal Madhyamik Result 2022

মাধ্যমিক ২০২২ ফল প্রকাশ আজকেই ? West Bengal Madhyamik Result 2022

West Bengal Madhyamik Result 2022 : বাংলার সকল দশম শ্রেনির ছাত্র ছাত্রীদের জন্য রইলো দারুন সুখবর । আপনি যদি এই বছর ( 10th result 2022 ) ১০ম শ্রেনির পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে । আজকে আমরা জানব আপনি কিভাবে সেই রেজাল্ট দেখবেন ? এবং কবে আপনি রেজাল্ট হাতে পাবেন ? এই সবের উত্তর আমরা আলোচনা করবো ।

পরীক্ষার নাম মাধ্যমিক ( Madhyamik 2022 )
শ্রেনি১০ম ( 10th )
রাজ্য ওয়েস্ট বেঙ্গল
অফিসিয়াল সাইট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
West Bengal Madhyamik Result 2022

সুত্রের মতে আগামি ৩রা জুন ২০২২ এ আনুষ্ঠানিক ভাবে ১০ম শ্রেনির পরীক্ষার ফল প্রকাশ হতে ছলেছে । ৩রা জুন বেলা ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখতে পাওয়া যাবে। এই মাধ্যমিকের ফল সরাসরি অনলাইনে না দেখে সুধুমাত্র SMS এর মাধ্যমে জানতে পারবেন ।

কোন কোন ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে মাধ্যমিকের ফল ? West Bengal Madhyamik Result 2022

মাধ্যমিকের ফল প্রকাশ হবার পর বিভিন্ন ওয়েবসাট আছে যেখানে ফল দেখতে পারবেন । এই সকল ওয়েবসাইট মধ্য থেকে জনপ্রিও কিছু ওয়েবসাইট হল –

এই দুই ওয়েবসাইট ছাড়াও SMS এর মাধ্যমে পরীক্ষার ফল জানতে পারবেন । SMS এর মাধ্যমে ফল জানার জন্য

আপনাকে ফোনের SMS অপশনে গিয়ে লিখতে হবে WB10 < space > নিজের রোল নম্বর । লেখার পর 5676570 এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে ।

আরও পড়ুন :

মন্তব্য করুন