নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের সকল বেকার যুবক যুবতীর জন্য রইলো এক দারুন সুখবর । পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীরা এইবার রাজ্য সরকারের তরফ থেকে মাসিক ১৫০০ টাকা ভাতা পাবে। মমতা ব্যানার্জি রাজ্যের বেকারদের জন্য যুবশ্রী ( Yuvashree Prakalpa 2022 ) প্রকল্প নামের ভাতা চালু করেছেন । রাজ্যের প্রতিটি বেকার যুবক-যুবতী এই ভাতায় আবেদন করতে পারবেতন। মাসিক এই ভাতা পেতে যা যা করণীয় তা বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
প্রকল্পের নাম | যুবশ্রী |
আবেদনকারী | বেকার যুবক- যুবতী |
আবেদন করার উপায় | অনলাইন বা অফলাইন |
আবেদন মূল্য | নেই |
আবেদন শুরু তারিখ | নির্দিষ্ট সময় নেই |
আবেদন শেষ তারিখ | নির্দিষ্ট সময় নেই |
রাজ্য | ওয়েস্ট বেঙ্গল |
মাসিক ভাতা | ১৫০০ টাকা |
বছরে ভাতা | ১৮০০০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | এমপ্লয়মেন্ট ব্যাংক |
যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্যে কি যোগ্যতা থাকতে হবে ?
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
- আবেদনকারী কোন ধরনের সরকারি চাকরি সাথে যুক্ত থাকলে হবেনা।
- এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ( Employment Bank ) এ নাম নথিভূক্ত করাতে হবে।
- আবেদনকারীর বয়স ( ১লা এপ্রিল ২০২১ তারিখ অনুযায়ী ) নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর হতে হবে।
- আবেদনকারীকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হতে হবে।
- রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোন লোন নেওয়া থেকে বিরত থাকতে হবে।
- প্রত্যেক পরিবারের একজন সদস্য আবেদন করতে পারবেন ।
যুবশ্রী প্রকল্প সুবিধা কি ?
পশ্চিমবঙ্গ সরকার এই যুবশ্রী ( Yuvashree Prakalpa 2022) প্রকল্পের মাধ্যমে সকল বেকার যুবক যুবতীকে আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্প শুরু করেছেন ।
যুবশ্রী প্রকল্প আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে? Yuvashree Prakalpa 2022 online Apply
- অষ্টম শ্রেণি /মাধ্যমিক /উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট ।
- উচ্চশিক্ষা থাকলে তার প্রমান পত্র।
- আধার কার্ডের জেরক্স।
- ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স।
- নিজের পাসপোর্ট সাইজ ফটো ।
- সিভি / বায়োডাটা ।
- নিজের ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স।
আবেদনকারীকে উপরে বলে দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি নিয়ে অনলাইনে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এমপ্লয়মেন্ট ব্যাংকে ( Employment Bank ) এ নিজের নাম নতিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করানোর পর আবেদনকারীর ব্যাংকে প্রতি মাস ১৫০০ টাকা পাবেন।
অধিক জানতে যোগাযোগ করবার উপায় কি ?
যুবশ্রী প্রকল্প নিয়ে যদি কোন সমস্যা অথবা যে কোনো ধরনের প্রশ্নের জন্য সরাসরি অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 033 – 2237 6300 যোগাযোগ করতে পারেন । এছাড়াও নিজস্ব ব্লক ডেভেলপমেন্ট অফিস অথবা মহকুমা শাসকের অফিসে সরাসরি যোগাযোগ করে ” যুবশ্রী প্রকল্প ” বিষয়ে জানতে পারবেন । এছাড়া এমপ্লয়মেন্ট ব্যঙ্কের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ।
Employment Bank
67 Bentinck Street (4th Floor),
Kolkata -700069
e mail – employment_bank_wb@wb.gov.in
বিশেষ মন্তব্য : যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য কোন জাতিগত ভেদ নেই। এই প্রকল্পে সকল ধর্মের – জাতির বেকার যুবক-যুবতী আবেদন করতে পারবেন এবং সকলেই ১৫০০ টাকা মাসিক ভাতা পাবেন।
অনলাইনে যুবশ্রী প্রকল্প তে আবেদন করুন – আবেদন করুন এখনি
অন্য আপডেট দেখুন :