You are currently viewing যুবশ্রী প্রকল্প কিভাবে পাবেন ? | How to Online Apply Yuvashree Prakalpa 2022?

যুবশ্রী প্রকল্প কিভাবে পাবেন ? | How to Online Apply Yuvashree Prakalpa 2022?

  • Post author:

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের সকল বেকার যুবক যুবতীর জন্য রইলো এক দারুন সুখবর । পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীরা এইবার রাজ্য সরকারের তরফ থেকে মাসিক ১৫০০ টাকা ভাতা পাবে। মমতা ব্যানার্জি রাজ্যের বেকারদের জন্য যুবশ্রী ( Yuvashree Prakalpa 2022 ) প্রকল্প নামের ভাতা চালু করেছেন । রাজ্যের প্রতিটি বেকার যুবক-যুবতী এই ভাতায় আবেদন করতে পারবেতন। মাসিক এই ভাতা পেতে যা যা করণীয় তা বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

প্রকল্পের নামযুবশ্রী
আবেদনকারীবেকার যুবক- যুবতী
আবেদন করার উপায়অনলাইন বা অফলাইন
আবেদন মূল্যনেই
আবেদন শুরু তারিখনির্দিষ্ট সময় নেই
আবেদন শেষ তারিখনির্দিষ্ট সময় নেই
রাজ্য ওয়েস্ট বেঙ্গল
মাসিক ভাতা১৫০০ টাকা
বছরে ভাতা১৮০০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক

যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্যে কি যোগ্যতা থাকতে হবে ?

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • আবেদনকারী কোন ধরনের সরকারি চাকরি সাথে যুক্ত থাকলে হবেনা।
  • এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ( Employment Bank ) এ  নাম নথিভূক্ত করাতে হবে।
  • আবেদনকারীর বয়স ( ১লা এপ্রিল ২০২১ তারিখ অনুযায়ী )  নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর হতে হবে। 
  • আবেদনকারীকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস হতে হবে।
  • রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনে কোন লোন নেওয়া থেকে বিরত থাকতে হবে।
  • প্রত্যেক পরিবারের একজন সদস্য আবেদন করতে পারবেন । 

যুবশ্রী প্রকল্প সুবিধা কি ? 

পশ্চিমবঙ্গ সরকার এই যুবশ্রী (  Yuvashree Prakalpa 2022) প্রকল্পের মাধ্যমে সকল বেকার যুবক যুবতীকে আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্প শুরু করেছেন । 

যুবশ্রী প্রকল্প আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে? Yuvashree Prakalpa 2022 online Apply

  • অষ্টম শ্রেণি /মাধ্যমিক /উচ্চ মাধ্যমিক পাশ সার্টিফিকেট ।
  • উচ্চশিক্ষা থাকলে তার প্রমান পত্র।
  • আধার কার্ডের জেরক্স।
  • ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স।
  • নিজের পাসপোর্ট সাইজ ফটো ।
  • সিভি / বায়োডাটা ।
  • নিজের ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স।

আবেদনকারীকে উপরে বলে দেওয়া সমস্ত ডকুমেন্টস গুলি নিয়ে অনলাইনে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এমপ্লয়মেন্ট ব্যাংকে ( Employment Bank ) এ নিজের নাম নতিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করানোর পর আবেদনকারীর ব্যাংকে প্রতি মাস ১৫০০ টাকা পাবেন। 

অধিক জানতে যোগাযোগ করবার উপায় কি ?

যুবশ্রী প্রকল্প নিয়ে যদি কোন সমস্যা অথবা যে কোনো ধরনের প্রশ্নের জন্য সরাসরি অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 033 – 2237 6300 যোগাযোগ করতে পারেন । এছাড়াও নিজস্ব ব্লক ডেভেলপমেন্ট অফিস অথবা মহকুমা শাসকের অফিসে সরাসরি যোগাযোগ করে ” যুবশ্রী প্রকল্প ” বিষয়ে জানতে পারবেন । এছাড়া এমপ্লয়মেন্ট ব্যঙ্কের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ।

Employment Bank
67 Bentinck Street (4th Floor),
Kolkata -700069
e mail – employment_bank_wb@wb.gov.in

বিশেষ মন্তব্য : যুবশ্রী প্রকল্পের আবেদন করার জন্য কোন জাতিগত ভেদ নেই। এই প্রকল্পে সকল ধর্মের – জাতির বেকার যুবক-যুবতী আবেদন করতে পারবেন এবং সকলেই ১৫০০ টাকা মাসিক ভাতা পাবেন। 

অনলাইনে যুবশ্রী প্রকল্প তে আবেদন করুন – আবেদন করুন এখনি

অন্য আপডেট দেখুন :

মন্তব্য করুন